শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১২

পতি, পত্নীর সঙ্গে এবার একফ্রেমে ‘ও’

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছে মিথিলা-সৃজিতের ঘর ভাঙছে! মূলত মিথিলা ও সৃজিতের একটি হেঁয়ালি পোস্টের কারণে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে ভারতীয় কিংবা বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমে মুখ খোলেননি পরিচালক সৃজিত মুখার্জি।

রাফিয়াত রশিদ মিথিলা জানিয়েছিলেন, 'বিয়ে ভাঙার সংবাদটি পুরোপুরি ভিত্তিহীন।'  তবে এরই মাঝে একটি ছবি পোস্ট করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ক্যাপশনে লেখেন, ‘পতি, পত্নী অউর ও’।

নির্মাতা সৃজিতের পোস্ট করা ওই ছবিতে একফ্রেমে দেখা যাচ্ছে সৃজিত, মিথিলা ও অনির্বান ভট্টাচার্যকে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে পরিচালক আরেকবার বুঝিয়ে দিলেন যে, সবটাই গুজব। 
মূলত সৃজিত ও মিথিলার বিয়ে ভাঙার গুঞ্জন উঠে সৃজিত ও মিথিলার দুটি ভিন্ন ভিন্ন পোস্টের কারণে। টুইটারে  বব ডিলানের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করে একটি ছবি পোস্ট করেন সৃজিত। ছবিতে ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।  ক্যাপশনে যে গানের লাইন লেখা, তার মর্মার্থ, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। যতদূর চোখ যায়, ছবিজুড়ে শুধুই জলরাশি। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে...একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’ 

অন্যদিকে মিথিলা একটি পোস্ট করেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন,  ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?’ 

মূলত এই দুই পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে তৈরি হয় তাদের বিয়ে বিচ্ছেদের গুঞ্জন। 

এই বিভাগের আরো খবর