বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৭

নোবেলের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে আমান রেজা

বিনোদন প্রতিবেদক, সুমন হোসেন

প্রকাশিত: ১৭ জুন ২০২১  

বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করে ইতিমধ্যে বেশ নজর কেড়েছেন শোবিজের পরিচিত মুখ আমান রেজা। কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর অভিনীত ‘গন্তব্য’ চলচ্চিত্রটি। এখন ব্যস্ত রয়েছেন ইফতেখার আহমেদের ‘মুক্তি’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’, মিজানুর রহমান লাবুর ‘পরী তোমার জন্য’ চলচ্চিত্রসহ বেশকিছু কাজ নিয়ে। নতুন খবর হচ্ছে আমান এবার একটি বিজ্ঞাপনে কাজ করেছেন চিরতরুণ মডেল আইকন নোবেলের সঙ্গে। এটি আমান রেজার ক্যারিয়ারের ৫২তম বিজ্ঞাপন। আমান উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘নিজের ছোটবেলার পছন্দের দেশবরেণ্য মডেল নোবেল ভাইয়ের সঙ্গে কাজ করছি, এটি আমার জন্য সৌভাগ্যের। এটি রুবায়েত মাহমুদের পরিচালনায় একটি  হেয়ার কালারের বিজ্ঞাপনচিত্র। নোবেল ভাই অনেক সহযোগিতাপরায়ণ, সদা হাস্যোজ্জ্বল। আমাকে তিনি অনেক উৎসাহ দিয়েছেন। অভিনয় জীবনে আমার সুযোগ হয়েছে নায়করাজ রাজ্জাক,  সোহেল রানা, আলমগীর সাহেব, ইলিয়াস কাঞ্চন, কলকাতার সব্যসাচী, মুম্বাইয়ের অনুপম খের, হলিউডের এশিয়া আরজেন্টোসহ অনেকের সঙ্গে কাজ করার। নোবেল ভাইয়ের সঙ্গে কাজ করলাম। আমি সত্যি সৌভাগ্যবান।’

এই বিভাগের আরো খবর