রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৬

নীলফামারীতে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উদযাপিত

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মার্চ ২০২১  

নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে । দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসুচীর মধ্যে ছিলো সকল সরকারী, বেসরকারী, আধা সরকারী ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আনন্দ মিছিল, কবিতা আবৃত্তি, চিত্রাকংণ প্রতিযোগীতা, মিলাদ মাহফিল, মাস্ক বিতরণ।

সকালে শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রাষ্ট্রপক্ষে প্রথমে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পরে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম। এরপর  পর্যায়ক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক সহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান।

পুষ্পমাল্য অর্পণ শেষে ডিসি গার্ডেনে শিশুদের নিয়ে ১০১টি বেলুন উড়িয়ে শিশু দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এরপর বিশেষায়িত শিশুদের নিয়ে কেক কাটা হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর