রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৭

নর্দমার পাশে মেহজাবিন কি করছে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০১৯  

ছোট পর্দার দর্শকদন্দিত অভিনেত্রী মেহজাবিন। গল্পের প্রয়োজনে কত চরিত্রেই না অভিনয় করতে হয় তাকে। সেই ধারাবাহিকতায় এবার ভিন্ন এক চরিত্রে দেখা যাবে তাকে। তবে শুরুতে হয়তো দেখে অনেকেরই চিনতে কষ্ট তবে মেহজাবিনকে।

ছবিতে দেখা যায়, ময়লা পানির ধারে পাগলীর বেশে বসে আছেন অবিকল মেহজাবিনের মত কেউ। পুরো ছবিতে ফুটে ওঠেছে অসহায়ত্বের ছাপ। আর তিনি আসলেই মেহজাবিন। চরিত্রের প্রয়োজনে নিজেকে বিনির্মাণে ব্যস্ত তিনি।

আলোচিত এই অভিনেত্রী প্রথমবারের জীর্ণ রূপে অভিনয় করছেন ‘পতঙ্গ’ শিরোনামের একটি নাটকে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নাটকের একটি স্থিরচিত্র শেয়ার করে মেহজাবিন লিখেছেন ‘পতঙ্গ’।

ছবিটি মেহজাবিন ফেসবুকে শেয়ার করার পরই তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। ছবিতে লাইক পড়েছে প্রায় ২০ হাজার। ২০০ জন শেয়ার করেছেন ছবিটি। সবাই বিস্মিত ছবিটি দেখে। ইতিবাচক মন্তব্যে মন্তব্যের ঘরও বেশ ভারী। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে।

এই বিভাগের আরো খবর