রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮০

‘নয়া দামানে’র পর তোশিবার ‘সিলেটি ফুরি’

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২  

গানটি লিখেছেন নির্মল দাস। সুর করেছেন পাগল হাসান এবং সংগীত আয়োজনে আকাশ মাহমুদ।

ইতোমধ্যেই গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা ও আশিক তালুকদার। ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
গানটির বিষয়ে তোশিবা বলেন, “একজন সিলেটি মেয়ে হয়ে গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। মিষ্টি কথা, সুর ও অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে।”২৬ এপ্রিল সন্ধ্যায় গানটি টিআর মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে। 

এই বিভাগের আরো খবর