সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৩

নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া শেষের পথে, এগিয়ে ৬ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে কমিশনের স্বাক্ষর শেষে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এর আগে প্রাথমিক বাছাই পেরিয়ে আসা ২২ দলের মাঠ পর্যায়ে তদন্ত শেষ হয়েছে। এখন অপেক্ষা—কারা পাচ্ছে নিবন্ধন সনদ।

ইসি সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দল নিবন্ধন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে নথি কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তবে ১০টি দলের বিষয়ে পুনঃতদন্ত এবং ছয়টি দলের আবেদন বাতিল হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর না করে নিজেদের প্রক্রিয়ায় তথ্য যাচাই করছি। নিশ্চিত হতে সময় লাগছে। চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

এদিকে এনসিপি শাপলা প্রতীক চাইলে কমিশন তা নাকচ করেছে। সিইসি নাসির উদ্দিন স্পষ্ট করেছেন, “শাপলা কাউকে দেওয়া হবে না।” এতে ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি নেতারা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন, “কারণ উপরের অনুমতি নেই, উত্তর দিক থেকে সিগন্যাল নেই।” আরেক নেতা সারজিস আলম অভিযোগ করেন, আইনি বাধা না থাকলেও অন্য চাপের কারণে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না, যা ইসির ব্যর্থতা।

২০০৮ সালে প্রথমবারের মতো দল নিবন্ধন প্রথা চালুর পর বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১। এবার আরও ছয়টি দল নিবন্ধন পেলে সংখ্যা দাঁড়াবে ৫৭-তে।

এই বিভাগের আরো খবর