মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫   শ্রাবণ ৭ ১৪৩২   ২৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯

দলগুলোর ওপর কিছুই চাপিয়ে দেওয়া হচ্ছে না: আলী রীয়াজ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫  

রাজনৈতিক দলগুলোর ওপর কিছুই চাপিয়ে দেওয়া হচ্ছে না। কোনো বিষয়ে দ্বিমত থাকলে তা জাতীয় সনদে উল্লেখ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

 সোমবার (২১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৬তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন কমিশনের সহ-সভাপতি।

ড. আলী রীয়াজ আরও বলেন, ‘আমাদের হাতে এখন আর মাত্র ১০ দিন রয়েছে। এ সময়ের মধ্যে যেসব বিষয়ে এখনো দ্বিমত আছে, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এখন পর্যন্ত অন্তত আটটি বিষয়ে একমত হওয়া গেছে। আরও কিছু বিষয়ে একমত হতে হবে আগামী কয়েক দিনের মধ্যেই। ’

রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কমিশনের সহ-সভাপতি বলেন, ‘আপনারা সহযোগিতা করছেন বলেই আমরা এগিয়ে যেতে পারছি। ’

মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. আলী রীয়াজ বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। একাত্তরে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। অনেক সংগ্রাম করতে হয়েছে। তাই শহিদদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের কথাও আমাদের মনে রাখতে হবে। ’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের অর্জন, গত ৫৩ বছরের সংগ্রাম এবং গত বছরের মানুষের আত্মত্যাগ- সবকিছুকে মূল্যায়ন করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ’

এছাড়া উচ্চকক্ষ গঠনের বিষয়ে কমিশনের অভিমত দুই-এক দিনের মধ্যেই জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। আজকের আলোচনার বিষয়বস্তু- প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

আজকের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টি (এবিপি)-সহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

এই বিভাগের আরো খবর