শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৪

থ্রিলার সিনেমা দিয়ে অভিনয়ে ফিরছেন কারিনা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

চলতি বছরের নভেম্বর থেকে  প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে আগামী বছরের মার্চে কলকাতা, দার্জিলিং ও কালিম্পংয়ে শুরু হবে সিনেমাটির শুটিং।

জানা যায়, সুজয়ের এই সিনেমার চিত্রনাট্যের যে থ্রিলার, তা পড়ে সিনেমাটিতে কাজ করতে আগ্রহী হয় কারিনা। হ্যাঁ করতে নাকি একটুও দেরি করেননি। 

বিদ্যা বালান অভিনীত সুজয় ঘোষের ‘কাহানি’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। এই সিনেমা থেকে সুজয় ঘোষ পেয়েছিলেন থ্রিলার মাস্টারের পরিচয়। যদিও, ‘কাহানি’র আগে ‘আলাদিন’, ‘ঝঙ্কার বিটস’ ও ‘হোম ডেলিভারি’র মতো সিনেমাও বানিয়েছিলেন সুজয়।

ছোট ছেলে জন্মানোর পর কাজ থেকে কিছুদিনের বিরতিতে ছিলেন কারিনা। নানা সাক্ষাৎকারে বলেছেন ভাল চিত্রনাট্যের জন্য একেবারে মুখিয়ে রয়েছেন তিনি। তাই বেশি চিন্তা-ভাবনা না করেই সুজয়ের থ্রিলারে সবুজ সংকেত দিয়ে দিলেন তিনি।

এই বিভাগের আরো খবর