রোববার   ২৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১১ ১৪৩২   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব এলে ‘না’ করবেন না লিটন

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫  

তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন লিটন দাস। তবে পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়েছেন কেবল টি-টোয়েন্টি দলে। এই ফরম্যাটে তার অধীনে বাংলাদেশ সর্বশেষ চারটি সিরিজ জিতেছে। এছাড়া এশিয়া কাপে দল ফাইনালের খুব কাছাকাছি পৌঁছেছিল। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে লিটনের অধীনে দল ভালোভাবেই পারফর্ম করছে বলা যায়। যদি টেস্ট ক্রিকেটে নেতৃত্বের ভার লিটনের কাঁধে আসে তাতেও তিনি প্রস্তুত, বলেছেন নিজেই।

রোববার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হন লিটন। জবাবে তিনি বলেন, ‘(টেস্ট অধিনায়কত্ব) খেলোয়াড় হিসেবে অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ ‘না’ করবে। তবে এ বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু জানি না। তারা (বিসিবি) যদি যোগ্য মনে করে, অবশ্যই আমার সঙ্গে কথা বলবে। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।’

এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, টেস্ট অধিনায়কত্বের জন্য তিন-চারজন ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা হবে এবং আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।

এই বিভাগের আরো খবর