সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম: এক ম্যাচে ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫  

ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে নতুন এক ইতিহাস লিখলেন ভুটানের ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে। টি-টোয়েন্টি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আগে যা কেউ করতে পারেননি, তাই করে দেখালেন তিনি। আন্তর্জাতিক বা ঘরোয়া—সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এই প্রথম কোনো বোলার এক ইনিংসে ৮টি উইকেট নেওয়ার অবিশ্বাস্য কীর্তি গড়েছেন।

 

 

গত শুক্রবার ভুটানের গেলেফুতে অনুষ্ঠিত মায়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এই বিশ্বরেকর্ড গড়েন সোনাম। তাঁর বোলিং ফিগার ছিল অনেকটা অবিশ্বাস্য ওভার: ৪ রান: ৭ উইকেট: ৮

 

সোনামের এই বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে মায়ানমার মাত্র ৪৫ রানে গুটিয়ে যায়। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভুটান ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করেছিল। একপেশে এই সিরিজে ৪ ম্যাচে সোনামের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সোমবার।

 

 

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ৭টি উইকেট নেওয়ার রেকর্ড ছিল চারজনের। সোনাম তাঁদের সবাইকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন।সিয়াজরুল ইদ্রুস (মালয়েশিয়া): ২০২৩ সালে চীনের বিপক্ষে ৭/৮ উইকেট নিয়েছিলেন। আলি দাউদ (বাহরাইন): ২০২৫ সালে ভুটানের বিপক্ষে ৭/১৯ উইকেট নিয়েছিলেন। তাসকিন আহমেদ (বাংলাদেশ): ২০২৫ সালে বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন। কলিন অ্যাকারম্যান (লেস্টারশায়ার): ২০১৯ সালে টি-টোয়েন্টি ব্লাস্টে ৭ উইকেট নিয়েছিলেন।

 

 

২০২২ সালের জুলাইয়ে মালয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় সোনাম ইয়েশে-র। নিজের অভিষেক ম্যাচেই তিনি ১৬ রানে ৩ উইকেট নিয়ে প্রতিভার জানান দিয়েছিলেন। এখন পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর মোট উইকেটের সংখ্যা ৩৭টি। ক্রিকেটের উদীয়মান দেশ হিসেবে ভুটানের জন্য সোনামের এই বিশ্বরেকর্ড এক বিশাল অর্জন।

এই বিভাগের আরো খবর