বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৪

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো ওয়েস্ট ইন্ডিজ

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫  

টানা পাঁচটি ওয়ানডে সিরিজে পরাজয়ের পর জয়ের খরা কাটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন শুরু করতে চায় বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর এবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মাঠে জয়ের প্রত্যাবর্তনের লড়াইয়ে নামছে মেহেদী হাসান মিরাজরা।

 

শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক **শাই হোপ**। ফলে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

 

টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছি। এটি আমাদের হোম গ্রাউন্ড এবং আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। আশা করি সবাই নিজের দায়িত্ব বুঝে ইতিবাচকভাবে খেলবে।”

 

অন্যদিকে, শাই হোপ বলেন, “আমরা প্রথমে বল করতে চাই। বোলারদের শুরুতেই আক্রমণের সুযোগ দিতে চাই। পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবং এখানেও ভালো শুরু করতে চাই।”

 

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। এই সিরিজে আমরা তিনজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে নেমেছি—সব দিক থেকেই প্রস্তুত আছি।”

 

**বাংলাদেশ একাদশ:**
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম আঙ্কন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

 

**ওয়েস্ট ইন্ডিজ একাদশ:**
ব্রেন্ডন কিং, আলিক অথানাজে, কয়াসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রস্টন চেস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, খ্যারি পিয়ের, জাইডেন সিলস।
 

এই বিভাগের আরো খবর