রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৯

টঙ্গীতে বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ২০ মার্চ ২০২১  

গাজীপুরের টঙ্গী আউচপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বসতবাড়ির প্রায় ২০টি ঘর পুড়ে গেছে। শনিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানায়, প্রথমে একটি বাড়ির টেলিভিশনের তারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টেলিভিশনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী বালতি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ টি বসতবাড়ির মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। তাৎখনিক ভাবে ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি এঘটনায় কোনো হতাহত হয়নি। 
 

এই বিভাগের আরো খবর