বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৪

ঝিনাইদহে কৃষি ঋন মেলায় সাড়ে চার কোটি টাকার ঋন বিতরণ

মেহেদী হাসান

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

জেলা প্রশাসন কর্তৃৃক আয়োজিত ও জেলার সকল ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় ঝিনাইদহে দিনব্যাপি কৃষি ঋণ মেলার আয়োজন করা হয়। এ উপল¶্যে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের মাঠে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। পরে এক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেড এর সহকারি ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান। মেলায় সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, পুবালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, অগ্রণী ব্যাংক লিমিটেডসহ মোট ২৮টি ব্যাংক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ২৪৩ জন কৃষকের মাঝে ৪ কোটি ৫০ লাখ ১৩হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইয়ার“ল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন, ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নুর“ন্নবী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর