রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৭

ঝরেছিল বকুল - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১  

ঝরেছিল বকুল

সাজেদা পারভিন সাজু
——————-

শ্রাবণের সেই সন্ধ্যায়
বৃষ্টি ঝরেনি তবে পূর্ণিমার চাঁদ 
সবটুকু জ্যোৎস্না ঢেলেছিলো 
এই শহরের অলিতে গলিতে ।

সে ক্ষণে এসেছিল চাঁদ নেমে
কেয়া, কামিনী আর দোলনচাঁপার দোলে
বকুল ঝরেছিল বনে বনে ।

রঙিয়ে ছিলো রঙ্গন হয়ে গন্ধে আকুল
বিছানা পেতেছিলো ঘাসফুল।
রুপালী আলোয় হাত ছিলো হাতে
সব সুখ নেমেছিলো এই ধরণীতলে।

প্রিয়,সে ছিলো স্বপ্নে বিভোর
মৃদু ভয় আর লাজে!!
(অসমাপ্ত )

এই বিভাগের আরো খবর