বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৯ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪

জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু জাতীয় ওয়েটলিফটিং প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫  

আজ থেকে রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ৪১তম পুরুষ ও ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ওয়েটলিফটিং প্রতিযোগিতা ২০২৫। চার দিনব্যাপী এই আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ওয়েটলিফটিং ফেডারেশনের সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অবঃ)।

 

ফেডারেশন কর্তৃপক্ষ জানায়, এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ২১টি দল। এর মধ্যে রয়েছে ৫টি সাভিসেস দল এবং ১৬টি ক্লাব দল। খেলা হবে ১৬টি ওজন শ্রেণিতে— পুরুষদের ৮টি এবং নারীদের ৮টি বিভাগে।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন মোট ১৩০ জন ক্রীড়াবিদ। এর মধ্যে রয়েছেন ৬৬ জন পুরুষ ও ৬৪ জন নারী। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রতিযোগিতা।

 

অংশগ্রহণকারী দলের মধ্যে উল্লেখযোগ্য হলো— বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিকেএসপি, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, মডার্ন বডি বিল্ডিং ক্লাব দিনাজপুর, আজহার একাডেমি ভারোত্তোলন ক্লাব কিশোরগঞ্জ, ময়মনসিংহ ইনস্টিটিউট, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, অনির্বাণ ভারোত্তোলন ক্লাব কুষ্টিয়া, সাতৈশৈয়া প্রশিক্ষণ কেন্দ্র ভারোওোলন ক্লাব ফকির হাট, আবুল কালাম ভারোওোলন ক্লাব খুলনা, সিপাহিবাগ যুব কল্যাণ সংঘসহ বিভিন্ন জিমনেসিয়াম ও আঞ্চলিক ক্লাব।

 

বাংলাদেশ ওয়েটলিফটিং ফেডারেশন আশা করছে, এবারের আসর থেকে নতুন প্রতিভাবান ওয়েটলিফটার উঠে আসবে, যারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য বয়ে আনবে।

এই বিভাগের আরো খবর