সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৫

ছাত্রলীগ পরিচয়দানকারী মামুনকে চিনে না ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে  ছাত্রলীগ পরিচয়দানকারী আব্দুল্লাহ আল মামুন কে চিনেন না ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

বরমী ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি কাইয়ুম শেখ জানান,আব্দুল্লাহ আল মামুন সে কবে কখন ছাত্রলীগ করেছে আমি জানি না।কাইয়ুম শেখ আরো বলেন,ছাত্র লীগ পরিচয়দানকারী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ ছাত্র লীগকে হ্যায় প্রতিপন্ন করছে বলে জানান।তিনি আরো বলেন,আব্দুল্লাহ আল মামুনের বড় ভাই শামীম এবং বাইজিদ বিএনপি দলের সঙ্গে পদধারী সক্রিয় কর্মী ছিলেন। বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খন্দকার জানান,আব্দুল্লাহ আল মামুন সে ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত না।যতটুকু জানি ওর ফ্যামিলীর সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত।ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খন্দকার আরো বলেন, চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১১ তারিখে বরমী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনার সাথে মামুনসহ তার বড় দুই ভাই  জড়িত ছিলেন এবং মামলার এজাহার ভুক্ত আসামিও ছিলেন।পরবর্তীতে ঐ মামলায় প্রায় চল্লিশ দিন কারাবরণ করে ।বরমী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ পন্ডিত ঐই মামলার বাদী ছিলেন বলে জানান। 
উল্লেখ যে,বিএনপি জামাতের অবরোধ চলাকালে গাজীপুরের শ্রীপুরে বাস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত সোমবার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন তাকওয়া পরিবহনের মিনিবাসের মালিক স্বপন আহমদ। মামলার এজাহারে ২৭ জনের নাম উল্লেখ আছে। এর মধ্যে মামলার ১৩ নম্বর আসামির তালিকায় আছেন ছাত্রলীগ পরিচয়দানকারী আব্দুল্লাহ আল মামুন।সে বরমী ইউনিয়নের বরমী গ্রামের মোহাম্মদ মোস্তফা কামালের ছেলে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বরমী ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্র লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর