শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৫

চারদিন নিখোঁজ এর পর অভিনেতা শামীমকে গাজীপুর থেকে উদ্ধার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১  

থাকার পর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুরের উলুখোলা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। অভিনেতা শামীমের স্ত্রী আশামনি গণ্যমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাটকের কাজে সিলেট থেকে ফেরার পথে গত শুক্রবার শামীম আহমেদ নিখোঁজ হন।

আশামনি জানান, গত ১৬ মার্চ গাজীপুরের একটি শুটিং স্পট থেকে সিলেটে যান শামীম। সেখানে শুটিং ইউনিটের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। তারা শুটিং করতে পারেননি। আশামনি বলেন, ওই ঘটনায় স্থানীয়রা শামীমের ফোন রেখে দেন। এর পর বাইরের মোবাইল থেকে শামীম কল করে আমাকে ঘটনা জানায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সেখানকার থানায় অভিযোগ করেন শামীম এবং ফোন উদ্ধারের চেষ্টা করছেন বলে আমাকে জানান। এটি ১৯ তারিখের ঘটনা।

‘এর পর দিন রাতে হেনা পরিবহনে রওনা দেন শামীম। এক বাসযাত্রীর কাছ থেকে ফোন নিয়ে সর্বশেষ আমার সঙ্গে কথা বলেন। এর পর তিনি বাসাতেও ফেরেননি। আত্মীয়স্বজন এবং তার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি।
 
তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেতা কমেডি চরিত্রে টিভিনাটকে কাজ করার সুবাদে ছোটপর্দায় খুবই জনপ্রিয়। স্ত্রী-সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এই বিভাগের আরো খবর