সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮০

গাজীপুর সদর উপজেলার মির্জাপুরে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল

নজরুল ইসলাম,গাজীপুর উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

গাজীপুরের মির্জাপুরে বিএনপি-জামাতের হরতাল, অবরোধ, আগুন সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ । 
রোববার  (১২ নভেম্বর) সকালে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজার পরিচালনা কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  

বিক্ষোভ মিছিলটি মির্জাপুর বাজার কমিটির অফিস থেকে শুরু  হয়ে বাজার এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিন করে ইউনিয়ন পরিষদের সামনে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ করেন।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি এর  নির্দেশনায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মোশাররফ হোসেন দুলাল। এসময় বক্তব্য রাখেন,আহ্বায়ক সদস্য দানেশ সিকদার, আহ্বায়ক সদস্য মির্জা মোহসিন, আঃ গণি মিয়া, হাবিবুল্লাহ আকন্দ, মাসুম মন্ডল, নাছির হোসেন, গাজীপুর সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক  সিপনা আক্তার সুমি, মির্জাপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি জামিনা আক্তার ও সাধারণ সম্পদক শিরিন সুলতানা প্রমুখ।
 
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের করা দেশবিরোধী নৈরাজ্য, আগুন সন্ত্রাস, হরতাল-অবরোধ প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মাঠে আছে এবং থাকবে। এদের অবরোধ, নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি দেশবাশীকে সজাগ থাকার আহবান জানান।

এই বিভাগের আরো খবর