রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও হামলা, ত্রাণের ৭৫% আটকাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫  

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ত্রাণের মাত্র এক-চতুর্থাংশই প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। অর্থাৎ প্রতিশ্রুত ত্রাণের ৭৫ শতাংশই এখনও আটকে রয়েছে।

 

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩,২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যা দৈনিক নির্ধারিত ৬০০ ট্রাকের মাত্র ২৪ শতাংশ। এর ফলে ২৪ লাখের বেশি মানুষ মানবিক সংকটে পড়েছে।

 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, সীমান্তের রুট পরিবর্তনের কারণে ত্রাণ কার্যক্রম সীমিত হচ্ছে। ত্রাণ পৌঁছে দিতে অতিরিক্ত সীমান্তপথ ও অভ্যন্তরীণ রুট প্রয়োজন।

 

এরই মধ্যে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী শনিবারও হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বিমান, কামান ও ট্যাংকের গোলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বদিকে কয়েকটি আবাসিক ভবনও ধ্বংস করা হয়েছে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অন্তত ২২২ ফিলিস্তিনি নিহত ও ৫৯৪ জন আহত হয়েছেন। মানবিক সংকট ও ধ্বংসযজ্ঞের কারণে গাজার মানুষদের জীবন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।
 

 

 

এই বিভাগের আরো খবর