রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

খাতুনগঞ্জে নিয়ন্ত্রণহীন পাম অয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫  

চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে পাম অয়েলের দাম। সরকারের নির্ধারিত দামে কার্যকারিতা না থাকায় ব্যবসায়ীরা নিজের মতো করে দাম ঠিক করছেন।

 মূল তথ্য এক নজরে:

  • ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আমদানি হয়েছে প্রায় ১৮.৯৮ লাখ টন পাম অয়েল

  • আমদানি বেড়েছে আগের বছরের তুলনায় সোয়া ২ লাখ ২৮ হাজার টন

  • তবুও দাম বেড়েছে মণপ্রতি ৮৫০ টাকা

  • সরকার লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করলেও বাজারে দাম তার চেয়ে অনেক বেশি

আমদানি বেড়েছে, দামও বেড়েছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, ২০২৪ সালের জানুয়ারি-আগস্টে দেশে পাম অয়েল আমদানি হয়েছিল ১৬.৬৯ লাখ টন। ২০২৫ সালে একই সময়ে তা বেড়ে দাঁড়ায় ১৮.৯৮ লাখ টনে। সর্বাধিক আমদানিকারকদের মধ্যে রয়েছে টিকে গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে। গত বছর যেখানে বুকিং রেট ছিল ৯৫০ ডলার, এখন তা ১১০০ ডলারের কাছাকাছি

সরকার নির্ধারিত দাম কার্যকর নয়

২০২৫ সালের ১২ আগস্ট সরকার পাম অয়েলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা করে। তবে পাইকারিতে দাম বেড়ে এখন মণপ্রতি ৬,০৪০ থেকে ৬,০৫০ টাকা। অথচ সরকারের নির্ধারিত দামে মণপ্রতি হওয়ার কথা প্রায় ৫,৬০০ টাকা

ভোক্তাদের ক্ষোভ

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “সরকার দায়সারাভাবে দাম নির্ধারণ করে দিচ্ছে। কিন্তু কার্যকর হচ্ছে না। ভোক্তাদের সঙ্গে এটি একধরনের প্রতারণা।”

কারা কারা আমদানি করছে?

  • টিকে গ্রুপ – প্রায় ৭ লাখ টন

  • আবুল খায়ের গ্রুপ – ৫.৫৯ লাখ টন

  • সিটি গ্রুপ – ২.৫২ লাখ টন

  • মেঘনা গ্রুপ – ১.৭৯ লাখ টন
    এ ছাড়া প্রাণ, আকিজ, স্কয়ার, নেসলে, অলিম্পিকসহ বড় শিল্পগ্রুপগুলোও বিপুল পরিমাণে পাম অয়েল আমদানি করছে।

এই বিভাগের আরো খবর