সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯২

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ট্রাক ভর্তি মদের চালান আটক

জাকির হোসেন সুমন:

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩  

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে এক ট্রাক ভারতীয় মদ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই কাঞ্চন চক্রবর্তী গোপন সংবাদের ভিত্তিতে বিশাল মদের চালান আটক করেন।

পরে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ভর্তি মদের চালান থানায় নিয়ে আসেন। বিশাল এই চালানে ভারতীয় বিভিন্ন নামি-দামি ব্রান্ডের মদ রয়েছে।
এএসআই কাঞ্চন চক্রবর্তী জানান, রাতে গোপনে খবর পাই ভোলাগঞ্জ রোড দিয়ে কিছু দুষ্কৃতিকারী ব্যবসায়ী ভারতীয় মাদক নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রাতভর টহল ও ইনফরমার মাধ্যমে খবর নিতে থাকি। ভোর সাড়ে ৫ টায় মদ ভর্তি গাড়িটি রাস্তায় তাড়া করে আটক করতে সক্ষম হয়। তখন ট্রাকটি ভোলাগঞ্জ উত্তর পাড়ার একটি পাথর ভাঙ্গার টমটম মেশিনের সাইডে রেখে ড্রাইভার সহ সকলে পালিয়ে যায়। পরে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান দৈনিক তরুণ কন্ঠ কে ট্রাক ভর্তি মদ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

 

এই বিভাগের আরো খবর