রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১১

কোন কলেজে ভর্তি হচ্ছেন পূজা-দীঘি ?

বিনোদন প্রতিবেদক 

প্রকাশিত: ১১ জুন ২০১৯  

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ও দীঘি। স্কুল জীবনের গণ্ডিটা বেশ ভালোভাবেই পার করেছেন এই দুই অভিনেত্রী। এবার কলেজে ভর্তি হওয়ার পালা।

জানা গেছে, পছন্দের তালিকা অনুযায়ী কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তারা দু’জনই। পূজা পড়বেন সিদ্ধেশ্বরী কলেজে আর দীঘি স্ট্যামফোর্ড কলেজে।


পূজা চেরি বলেন, ‘পছন্দের প্রায় আটটি কলেজ থেকে ফরম তুলেছিলাম। এর মধ্যে সিদ্ধেশ্বরী কলেজও ছিল। যদিও এটি আমার বাসা থেকে অনেক দূর হয়ে যায়। তারপরও ইচ্ছে আছে সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হওয়ার।’

দীঘির বাবা সুব্রত বড়ুয়া বলেন, ‘দীঘি এই স্কুলেই (স্ট্যামফোর্ড) পড়েছে। কলেজে ভর্তি হওয়ার বিষয়ে আমাদের প্রথম পছন্দ ছিল স্ট্যামফোর্ড। ও সেটাই পেয়েছে। দীঘিকে এই কলেজেই ভর্তি করার ইচ্ছে আমাদের।’

এদিকে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পূজা চেরি সিজিপিএ ৩ দশমিক ৩৩ পেয়েছেন আর দীঘি পেয়েছেন সিজিপিএ ৩ দশমিক ৬১। পূজা পড়াশোনা করেছেন ঢাকার মগবাজার গার্লস হাইস্কুলে, অন্যদিকে রাজধানীর স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন দীঘি।

এই বিভাগের আরো খবর