রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৩

কুমিল্লায় বাসে আগুন, দগ্ধ আরও একজনের মৃত্যু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

কুমিল্লার দাউদকান্দিতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় শামসুন্নাহার (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হলো। 

গত ১১ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা ঢাকা থেকে মতলবগামী বাসে আগুনের ঘটনায় ঘটনাস্থলে দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৬৫) ও বন্যাকান্দি গ্রামের সাইফুলের শিশু পুত্র শাফিনের (৫) মৃত্যু হয়।

এছাড়া ওই ঘটনায় প্রায় ১৪ জন গুরুতর দগ্ধ হন, যাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে গোলামুর রহমান (৭৫) চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মার্চ মারা যান এবং গুরুতর দগ্ধ অবস্থায় শামসুন্নাহারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়।

এই বিভাগের আরো খবর