রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৫

কার জন্য প্রেমিকা খোয়ালেন টাইগার শ্রফ?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০১৯  

বলিউডের ওপেন সিক্রেট প্রেম ছিল টাইগার শ্রফ ও দিশা পাটানির। সম্প্রতি তাদের ঘনিষ্ঠ এক বন্ধু পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, দুজনের সম্পর্ক শেষ হতে চলেছে।

তিনি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরেই টাইগার-দিশার সম্পর্ক বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগেই দুজনে সিদ্ধান্ত নিয়েছে এই সম্পর্ক তারা আর রাখবে না।”

আরও বলেন, “ওরা দুজনে অনেক আলাদা। তাও একে-অপরের সঙ্গে থাকবে বলেই এত দিন সম্পর্ক টিকিয়ে রেখেছিল। কিন্তু এখন ওরা ঠিক করেছে শুধুমাত্র বন্ধু হয়েই থাকবে।”

এ দিকে জি নিউজ জানায়, উগ্রপন্থী দল শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের ছেলে আদিত্যর সঙ্গে দিশার বন্ধুত্বের কারণেই নাকি টাইগারের দূরত্ব তৈরি হয়েছে।

তবে আরেকটি সূত্র জানাচ্ছে, দিশা-টাইগারের সম্পর্ক শেষ হওয়ার খবর পুরোটাই গুজব। তারা একসঙ্গেই আছে।

শেষবার সালমান-ক্যাটরিনা অভিনীত ‘ভারত’ ছবির ‘স্লো মোশন’ গানে দেখা গিয়েছিল দিশা পাটানিকে। আপাতত ব্যস্ত আগামী ছবির ‘মালাং’-এর শুটিংয়ে। পরিচালনা করছেন মোহিত সূরি।  টাইগারকে শেষবার দেখা গিয়েছিল পুনিত মালহোত্রার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে। শিগগিরই আসতে চলেছেন হৃতিক রোশনের সঙ্গে অ্যাকশনধর্মী সিনেমায়।

এই বিভাগের আরো খবর