রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫  

ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈশ্বিক সভায় যোগ দিতে ইতালির রোম সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১২ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন।

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

 

সফর শেষে প্রধান উপদেষ্টার আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর