রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২১

এবার পদত্যাগ করছেন ডিপজল

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২  

জানা গেছে, আগামী ২১ মে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল। ইতোমধ্যেই তিনি মনোনয়নও জমা দিয়েছেন। এ জন্যই তার এই পদত্যাগ।

চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৯ নম্বর অনুচ্ছেদের (ত)-এ বলা আছে, ‘শিল্পী সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য কোনো সমিতির কার্যকরী পরিষদের সদস্য থাকিলে অত্র সমিতির কার্যকরী পরিষদের কোনো পদের জন্যই তিনি যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না।’


এই বিষয়ে ডিপজল বলেন, “আমি এই নিয়ম জানতাম না। জানলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতাম। এখন যখন জানলাম, যত তাড়াতাড়ি পদত্যাগপত্র জমা দেওয়া যায়, দিয়ে দিচ্ছি।”

তবে ডিপজলের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সম্পর্কে এখনও অবগত নন শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

এই বিভাগের আরো খবর