বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৬৬

এবার নিজের লেখা গান গাইবেন তাসনীম মিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

এ প্রজন্মের কণ্ঠশিল্পী তাসনীম মিম। তিনি গানের পাশাপাশি অভিনয়ও করছেন। নতুন খবর হচ্ছে, চলতি মাসে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘হারিয়ে যাবো আমি’৷ এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব।

‘হারিয়ে যাবো আমি’ গানটি লিখেছেন মিম নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছে ‘কিউরিয়াস ক্যাপচার’। এতে মডেল হয়েছেন নোমান ও মিমো। জানা গেছে, গানটি প্রকাশ পাবে পপি মাল্টিমিডিয়ার ব্যানারে।

নতুন গানটি প্রসঙ্গে মিম বলেন, ‘শ্রোতারা আমার কণ্ঠে বিরহের গান শুনতে পছন্দ করেন। এই গানটিও তেমন। আমার নিজের বিরহ থেকেই লেখা এটি। এ গানটি শুনলে অনেকেই নিজের জীবনের সাথে মিলাতে পারবেন। আশা করছি, সবার ভালো লাগবে।’

এই বিভাগের আরো খবর