রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

এক ভোটের ভিপি প্রার্থী রাকিব: অচেনা ভোটারকে বিয়ের প্রস্তাব

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পেয়েছেন প্রার্থী রাকিবুল হাসান। আশ্চর্যের বিষয় হলো, সেই ভোটটিও নিজের নয়। ফলে প্রশ্ন জেগেছে—ভোটটি দিলেন কে?

 

রাকিবের একমাত্র ভোটটি পড়েছে রোকেয়া হলে। অর্থাৎ নারী ভোটার। সেই অচেনা ছাত্রীকে খুঁজে বের করতে এখন রীতিমতো ‘ভোট-শিকারি’ হয়ে উঠেছেন রাকিব।

 

নিজের ফেসবুক পোস্টে রাকিব লিখেছেন— “যেখানে আমি নিজেকেও ভোট দিইনি, অন্যদেরও ব্যক্তিগতভাবে নিষেধ করেছিলাম। তারপরও রোকেয়া হলে কে যেন অতিরিক্ত উৎসাহী হয়ে আমাকে একটি ভোট দিয়েছে। যিনি আমাকে ভোট দিয়েছেন, দয়া করে ইনবক্স করুন। আমি আপনাকে বিয়ে করতে চাই!”

 

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৫ জন প্রার্থী। তাদের মধ্যে তিনজন মাত্র একটি করে ভোট পেয়েছেন—মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। এছাড়া আরও কয়েকজন পেয়েছেন দুই বা তিনটি ভোট।

 

অন্যদিকে, বিপুল ব্যবধানে জয় পেয়েছেন আবু সাদিক কায়েম। তিনি পেয়েছেন সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট।

 

কিন্তু ভোটের মাঠে পরাজিত হলেও, ‘এক ভোটের ভিপি’ রাকিব সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এক ভোটে হেরে গেলেও তিনি মনে হয় প্রেমে জিততে চাইছেন।

এই বিভাগের আরো খবর