বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৯ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

‘এই সময়’-এ প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিএনপির বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫  

ভারতের সংবাদমাধ্যম এই সময়-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে দলটি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি কলকাতার বাংলা দৈনিক এই সময়-এ ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তবে বিএনপি দাবি করেছে, মহাসচিব মির্জা ফখরুল কোনো বিদেশি গণমাধ্যমকে এ ধরনের সাক্ষাৎকার দেননি।

বিবৃতিতে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি মহাসচিব ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পিত এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এর উদ্দেশ্য দেশের জনগণের মনে বিভ্রান্তি, সন্দেহ ও সংশয় তৈরি করা।

দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত ওই অসত্য প্রতিবেদনে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং জনগণসহ বিএনপির নেতাকর্মীরা বিষয়টি পরিষ্কারভাবে উপলব্ধি করছেন।

এই বিভাগের আরো খবর