শুক্রবার   ১৮ জুলাই ২০২৫   শ্রাবণ ২ ১৪৩২   ২২ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১

উদীচীর সভাপতি বদিউর রহমান মারা গেছেন

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫  

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও সংস্কৃতিজন অধ্যাপক বদিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বদিউর রহমান। তার বয়স হয়েছিল ৮১ বছর।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে গণমাধ্যমকে বলেন, বদিউর রহমান বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বদিউর রহমানের লাম কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান অমিত রঞ্জন দে। সেখানে বেলা সাড়ে ১১টায় তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ।

অমিত রঞ্জন দে জানান, বদিউর রহমানের লাশ বরিশালে তার জন্মস্থানে নিয়ে যাওয়া হবে। সেখানে তার দাফন সম্পন্ন হবে।

বদিউর রহমানের মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। বদিউর রহমান ১৯৭২ সাল থেকে উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।

এই বিভাগের আরো খবর