শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৯

উখিয়ায় সীমান্ত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪  

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।  

তিনি বলেন, সীমান্তে পড়ে থাকা একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির সঙ্গে কথা বলে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তে অজ্ঞাত মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ বিজিবির অনুমতির অপেক্ষায় থাকে।

এই বিভাগের আরো খবর