বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১১

ইংল্যান্ড-ওয়েলসে নিষিদ্ধ সাকিব

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪  

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব কাটিয়ে দিয়েছেন ১৮ বছর। এই সময়ে অসংখ্য মাইলফলক স্পর্শ করেছেন। বল হাতে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। দুঃসংবাদ পেলেন ক্যারিয়ারের শেষ সময়ে এসে। অবৈধ অ্যাকশনের দায়ে ইংল্যান্ডের সকল ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সে কারণে বোলিং অ্যাকশন শুধরে ফেরার আগপর্যন্ত ইংল্যান্ডের কোনো ধরনের প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না তিনি।

 

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেছিলেন সাকিব। সে ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা। এই মাসের শুরুতে লাউবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি।

 

সাকিবের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ১০ ডিসেম্বর থেকে। সেদিনই সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার ফল ইসিবি হাতে পেয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। দেখার বিষয়, এবারের পরীক্ষায় সাকিব ফিরতে পারেন নাকি আবারো ঝামেলায় আটকে যেতে হয়।

 

উল্লেখ্য, আইসিসির বোলিং অ্যাকশনের নিয়মানুযায়ী, বোলিংয়ের সময় কনুই ১৫ ডিগ্রীর বেশি অ্যাঙ্গেলে বাঁকানো হলেই সেটা ‘অবৈধ অ্যাকশন’ বলে বিবেচিত হয়। সেক্ষেত্রে সাকিবকে আইসিসি নির্ধারিত এই সীমার মধ্যে থেকেই ফিরতে হবে।

এই বিভাগের আরো খবর