শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৭

আবারও বিয়ে করছেন পান্ডিয়া

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

স্ত্রীর সঙ্গে হার্দিক পান্ডিয়া। ছবি: সংগৃহীত

স্ত্রীর সঙ্গে হার্দিক পান্ডিয়া। ছবি: সংগৃহীত

মুম্বাইতে ২০২০ সালে নাতাসা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আবারও বিয়ে করতে যাচ্ছেন তিনি।

মুম্বাইয়ের এক আদালতে ২০২০ সালে সার্বিয়ার তরুণী নাতাসা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া। নাতাসা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তড়িঘড়ি করে বিয়ের অনুষ্ঠানটা করতে পারেননি তারা। বিয়ের পর তাদের কোলে আসে এক ছেলে। এরপর দুজনই ব্যস্ত হয়ে যাওয়ায় দুজন আলাদা সময় কাটাতে পারেনি।

তাই নাতাসার ইচ্ছা- আবার বিয়ের অনুষ্ঠান করবেন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন রাজস্থানের উদয়পুরে বসবে হার্দিক-নাতাসার বিয়ের আসর। ১৩ ফেব্রুয়ারি মেহেদি, সংগীত এবং গায়েহলুদের অনুষ্ঠান হওয়ার কথা।  
বিয়ের জন্য ইতোমধ্যেই পোশাক বেছে নিয়েছেন নাতাসা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিশেষ দিনে নাতাসা পরবেন সাদা গাউন। এই মুহূর্তে উদয়পুরে এই রাজকীয় বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
এদিকে ভারত এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। দলে সুযোগ পাননি পান্ডিয়া। আর সামনেও কোনো ব্যস্ততা নেই তার। যার কারণে বিয়ের অনুষ্ঠানের জন্য এই সময়টাকেই বেছে নিয়েছেন পান্ডিয়া।  

এই বিভাগের আরো খবর