রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৮

অসুস্থ শরীর নিয়েই শুটিংয়ে বুবলী

বিনোদন প্রতিবেদক 

প্রকাশিত: ২৬ জুন ২০১৯  

নির্মাতা জাকির হোসের রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং করতে গিয়ে আহত হন চিত্রনায়িকা বুবলী। গতকাল রাজধানীর ইমপালস হাসপাতালে শুটিং করার সময় মাথায় আঘাত পান তিনি। এদিন মাথায় ব্লিডিং হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান বাসায়। আজ আবারও শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন বুবলী।

নির্মাতা জাকির হোসের রাজু জানান, সকালেই শুটিং সেটে এসেছেন বুবলী। তার মাথার ক্ষত স্থানটি এখনো ফুলে আছে। বেশ স্বতঃস্ফূর্তভাবেই শুটিং করছেন তিনি।

বুবলী বলেন, ‘ছবির কাজটি টানা করার কথা। পুরো টিম সেভাবে এগুচ্ছে। তাছাড়া একটু-আকটু অসুস্থ হয়ে কাজ বন্ধ করে দিলে ক্ষতির মুখে পড়বে ছবিটি। সকাল থেকে শুটিং করছি, মনেই হয়নি আমি অসুস্থ। দিব্বি কাজ করে যাচ্ছি। ছবির কাজ শেষ করে এরপরই বিশ্রামে যাবো।’

জানা গেছে, বিএফডিসিতে চলা ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির আজকের শুটিংয়ে বুবলীর পাশাপাশি অংশ নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান, অভিনেত্রী সাবেরি আলমসহ অনেকে।

এই বিভাগের আরো খবর