শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭৮

অলি - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১  

অলি
সাজেদা পারভিন সাজু

সময়, বলেছিলে আমায় তুমি নিয়ে যাবে 
একদিন গোলাপের বাগানে ।
আমার প্রিয় ফুলের সুবাসে
ভরবে দিন, মন সাথে পাখিদের গানে ।
রং এ রঙিন হয়ে প্রজাপতি পাখা মেলবে
ফুটবে লক্ষ, কোটি গোলাপ সেই ক্ষণে ।
দিগন্ত মেলে রাঙাবে ধরণীকে
সবটুকু সুবাস দিবে বিলিয়ে
নিজেকে নি:স্ব করে ।
অকারনে অলি যায় আর আসে
স্বপ্ন দেখতে দেখতে
দিন যায় রাত আসে
তোমার সময় কখন হবে ? 

এই বিভাগের আরো খবর