রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৬

=যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী চলছে ‘রিকশা গার্ল’

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৬ মে ২০২২  

যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী চলছে বাংলাদেশি সিনেমা ‘রিকশা গার্ল’। যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ‘রিকশা গার্ল’ নির্মাণ করেছেন অমিতাভ রেজা।

চলতি সপ্তাহে দেশটির নিউ ইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, ওহাইও, ওকলাহোমা, লুইজিয়ানা, অ্যারিজোনা, অরেগন, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, মিশিগান, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে চলবে ‘রিকশা গার্ল’।

সিনেমাটির প্রিমিয়ার হয়েছে ৫ মে। ম্যানহাটনের ঐতিহ্যবাহী মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’তে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। যুক্তরাষ্ট্রে ‘রিকশা গার্ল’ পরিবেশনায় রয়েছে ‘বায়োস্কোপ ফিল্মস’।
প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, বাংলা ছবির জন্য যারা সব সময় লড়ে গেছেন পিছপা হননি। যারা বাংলা ছবির প্রতি সব সময় বিশ্বাস করে গেছেন। তাদের সবার জন্য প্রতি দিনটি উৎসর্গ করছি।
প্রিমিয়ারে এসেছিলেন ব্যান্ডদল চিরকুট,  নভেরা রহমান, মোমেনা চৌধুরী, বন্যা মির্জা, টনি ডায়েস, প্রিয়া ডায়েস,সামিয়া জামান, তমালিকা কর্মকার, মিতালি পারকিনসসহ অনেকে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘নাইমা’ নামের এক কিশোরীকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। এতে ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্র প্রমুখ।

এই বিভাগের আরো খবর