মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫   মাঘ ৮ ১৪৩১   ২১ রজব ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩

৯০ বাংলাদেশি ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন: পররাষ্ট্র উপদেষ্টা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫  

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে আটক ৯০ বাংলাদেশি এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে আগামী ৫ জানুয়ারি মুক্তি পাচ্ছেন। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদের হস্তান্তর করা হবে।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

 

৭৮ জন বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। ৯ ডিসেম্বর তাদের আটক করা হয়। এছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরো ১২ বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন। অন্যদিকে ভারতের ছয়টি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন ৯৫ জন ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়।

 

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাবের লাউঞ্জ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

 

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, ভারতের জলসীমায় আটক ৯০ বাংলাদেশি জেলে এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদেরকে হস্তান্তর করা হবে।

 

ডিকাব লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “অতীতে সবসময় কূটনৈতিক সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। আগামী দিনেও কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে বলে আশা করি।

এই বিভাগের আরো খবর