ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১২ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৪

৬ গোলে বার্সাকে বিদায় সেমিতে বিলবাও

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪  

ম্যাচ শুরু হতে না হতেই ধাক্কা। ৩৮ সেকেন্ডে গোল হজমের পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল বার্সেলোনা। সাত মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে দুবার বল পাঠায় জাভি হার্নান্দেজের দল।কিন্তু শেষ রক্ষা হয়নি।

নির্ধারিত সময়ে সমতা থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই দুই গোল হজম করে ম্যাচ হেরে বসে বার্সা।
তাদের ৪-২ ব্যবধানে হারিয়ে কোপা রেল রের সেমিফাইনালে উঠেছে অ্যাথলেটিক বিলবাও।

বিলবাওয়ের মাঠ সান মামেসে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালে গোর্কা প্রথম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ২৬ মিনিটে সমতা টানেন রবার্ট লেওয়ানডস্কি।

এর ছয় মিনিট পর লামিনে ইয়ামালের চমৎকার গোলে সফরকারীরা লিড নেয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৯ মিনিটে) বিলবাওকে সমতায় ফেরান ওইহান সানসেট। এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চললেও নির্ধারিত সময়ে কেউ এগিয়ে যেতে পারেনি।

ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত বিলবাওয়ের। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে যোগ করা সময়ে ইনাকি উইলিয়ামস বিলবাওকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধেও যোগ করা সময়েই ব্যবধান বাড়ান তার ভাই নিকো উইলিয়ামস। দুই ভাইয়ের নৈপুণ্যে বার্সাকে বিদায় করে বিলবাও।

এই বিভাগের আরো খবর