সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

২ দিনেই শেষ মেলবোর্ন টেস্ট: এমসিজির পিচ ‘অসন্তোষজনক’ আইসিসি

মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫  

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পিচ নিয়ে কড়া অবস্থান নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার এক আনুষ্ঠানিক সিদ্ধান্তে আইসিসি এই পিচকে ‘অসন্তোষজনক’ (Unsatisfactory) রেটিং দিয়েছে। ম্যাচটি মাত্র দুই দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ায় এবং ব্যাটারদের চরম বিপর্যয়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

আইসিসির চার স্তরের রেটিং ব্যবস্থার মধ্যে ‘অসন্তোষজনক’ হলো দ্বিতীয় সর্বনিম্ন মান। এই রেটিংয়ের ফলে ভেন্যু হিসেবে এমসিজি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে। এর মাধ্যমে গত তিন বছরের বক্সিং ডে টেস্টে পাওয়া ‘খুব ভালো’ রেটিংয়ের ধারাবাহিকতাও ভেঙে গেল।

 

 

ম্যাচ রেফারি জেফ ক্রো তাঁর প্রতিবেদনে পিচটিকে বোলারদের জন্য অতিরিক্ত সহায়ক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন:

 

“এমসিজির পিচ বোলারদের পক্ষে খুব বেশি ছিল। প্রথম দিনে ২০টি এবং দ্বিতীয় দিনে ১৬টি উইকেট পড়েছে। চার ইনিংস মিলিয়ে কোনো ব্যাটার একটি হাফ-সেঞ্চুরিও করতে পারেনি। নির্দেশিকা অনুযায়ী এই পিচটি অসন্তোষজনক।”

উল্লেখ্য, পুরো ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল মাত্র ৪৬ রান। দ্বিতীয় দিনের শেষ সেশনে ৪ উইকেটে জয় পায় ইংল্যান্ড।

 

 

ম্যাচটি দ্রুত শেষ হয়ে যাওয়ায় বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বিক্রি বাবদ প্রাপ্ত টাকা দর্শকদের ফেরত দিতে হওয়ায় প্রায় ১ কোটি অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৮০ কোটি টাকা) ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ইঙ্গিত দিয়েছেন যে, ব্যবসায়িক স্বার্থে ছোট টেস্ট ম্যাচ কাম্য নয় এবং ভবিষ্যতে উইকেট ব্যবস্থাপনায় আরও হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে।

 

 

এমসিজির কিউরেটর ম্যাট পেজ উইকেটে ১০ মিলিমিটার ঘাস রেখেছিলেন, যার ফলে পেসাররা অতিরিক্ত বাউন্স ও মুভমেন্ট পেয়েছেন। তবে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কিউরেটরের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর মতে, রান কম হওয়ার পেছনে পিচের চেয়ে ব্যাটারদের দায় বেশি। অন্যদিকে, সিরিজের প্রথম টেস্টটি পার্থে দুই দিনে শেষ হলেও আইসিসি সেই পিচকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছিল, যা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে।

 

 

পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে এই মুহূর্তে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে আগামী রোববার সিডনিতে।

এই বিভাগের আরো খবর