রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

হৃদয়কে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে দ্রুততম ১,০০০ রান করলেন তামিম

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫  

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দারুণ খেলেছেন তানজিদ হাসান তামিম। যদিও তিনি সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন এবং ৮৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন, তবে দলকে জয় এনে দিতে পারেননি।

 

এই ইনিংসে তামিম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৪২ ইনিংসে এক হাজার রান পূর্ণ করে বাংলাদেশের হয়ে দ্রুততম এক হাজার রান করা ব্যাটার হিসেবে ইতিহাস গড়েছেন। এর আগে এই রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের, যিনি ৪৫ ইনিংসে এক হাজার রান করেছিলেন। মাত্র তিন ইনিংসের ব্যবধানে তামিম সেই রেকর্ড ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

 

তানজিদ ৬২ বলে ৮৯ রান করেন, যেখানে ছিল চারটি ছক্কা ও নয়টি চার। তিনি ইনিংসের শুরুতে দু’বার ক্যাচ দিয়ে বেঁচে যান এবং একবার রিভিউয়ের মাধ্যমে রক্ষা পান। এর পাশাপাশি ৩৭ বলে নিজের ক্যারিয়ারের ১০ম টি-টোয়েন্টি ফিফটি পূরণ করেন। সবশেষ ১২ ইনিংসে এটি তার পঞ্চম ফিফটি এবং টানা দ্বিতীয়।

 

তবে বাংলাদেশের এই রেকর্ড গড়ার পরও ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়।

 

বিশ্বের দ্রুততম এক হাজার রান সম্পন্ন ব্যাটারের রেকর্ড এখনও ইংল্যান্ডের দাভিদ মালানের হাতে, যিনি মাত্র ২৪ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন।
 

 

এই বিভাগের আরো খবর