শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলের হামলা; নিহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরপরই নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় মোট ৬৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ২৬৫ জন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, তারা গাজা উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে রাজি আছে। তবে নিজেদের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে তারা কোনো অবস্থান জানায়নি। সংগঠনটি বলেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় যেতে তারা প্রস্তুত।

 

এই ঘোষণার পর ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানান। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী নতুন করে গাজায় তীব্র বিমান হামলা চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত উপত্যকায় মোট ৬৭ হাজার ৭৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৪৩০ জন।

বিভিন্ন সূত্র বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ গাজাজুড়ে ধসে পড়া অসংখ্য ভবনের ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার লাশ এখনো চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর