শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯

তাহিরপুরে শারদীয় দুর্গোৎসবের আনন্দে পাশে ইউপি চেয়ারম্যান মুরাদ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫  

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোতে ঘুরে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ।

 

বুধবার (১ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ইউনিয়নের পৈন্ডুব পূর্বপাড়া, পৈন্ডুব উত্তরপাড়া ও ভবানীপুর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় পূজামণ্ডপগুলোতে উপস্থিত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

 

চেয়ারম্যান মুরাদ বলেন,দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। আমরা সবাই মিলেই এই উৎসবকে সুন্দর ও নিরাপদ করতে চাই।

 

এ সময় তার সঙ্গে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আফিস আফিন্দি, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকেরিন-উর-রশীদ শিমূল, ইউপি সদস্য এমদাদুল হক তালুকদার, ইউপি সদস্য মিছবাহ উদ্দিন পলাশ, ইউপি সদস্য গোলাম সারোয়ার ডালিম, ইউডিসি উদ্যোক্তা তারেক রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এই বিভাগের আরো খবর