শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

জনরোষ থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়ি ভাঙচুর

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫  

সিলেট মেট্রোপলিটন এলাকার সুরমা গেট এলাকায় পালিয়ে আসা ছেলে-মেয়ের ভিডিও ধারণকারীকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িও ভাঙচুর করে লোকজন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ এ ঘটনায় ৮ জনকে আটক করেছে। হামলায় আহতদের মধ্যে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন, এএসআই আব্দুল খালেকসহ পাঁচ পুলিশ সদস্য ছাড়াও ১০ জন রয়েছে।

মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সমকালকে জানিয়েছেন, পুলিশ উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে। আহত পুলিশ সদস্যরা ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তিনি জানান, আটজনকে আটক করা হয়েছে। গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ‍ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের কারণে দুই ছেলে-মেয়ে পালিয়ে যাওয়ার সময় শাহপরান গেটে একটি দোকানের সামনে তাদের অভিভাবকরা আটকে ফেলেন। ওই সময় উভয়ের পরিবার রাগান্বিত হয়ে ঘটনাস্থলে তাদের চড়-থাপ্পড় দেন। মারধরের দৃশ্য ভিডিও ধারণ করেন ফয়সল কাদির নামের এক ব্যক্তি। এ নিয়ে লোকজন প্রতিবাদমুখী হয়ে উঠে ফয়সল কাদেরের দোকান ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জনরোষ থেকে কাদির ও তার ভাইকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতেও হামলা করে লোকজন। 

এই বিভাগের আরো খবর