শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

লাকসামের আজগরা হাই স্কুল মাঠে স্মার্ট কার্ড বিতরণ: জনতার উৎসব

রিয়াদ হোসাইন কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি :

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫  

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা হাজী আলতাআলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকাজুড়ে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।

 

কার্ড বিতরণের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামীর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ও মনোহরগঞ্জের অভিভাবক আলহাজ্ব আবুল কালাম সাহেব। তিনি ধানের শীষ প্রতীকের প্রচারণা চালিয়ে আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন চান এবং সাধারণ ভোটারদের সাথে কৌশলগত আলোচনা করেন।

এ সময় আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টি.আর. হারুন, লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক,আজগরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা বেলাল, সদস্য সচিব নুরে আলম,আজগরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আহমেদ সুজন, সদস্য সচিব কাজি আমির সহ অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্মার্ট কার্ড জনগণের পরিচয় ও ভোটাধিকার প্রতিষ্ঠায় একটি বড় পদক্ষেপ। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এ সময় সাধারণ ভোটাররা স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশি প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।

এই বিভাগের আরো খবর