রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

হরিয়ানার অনুষ্ঠানে শারীরিক হেনস্তার অভিযোগ, মুখ খুললেন মৌনী রায়

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

উৎসবের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই আতঙ্কে রূপ নেয়, যখন ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হন বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শকসারিতে থাকা কয়েকজন বয়স্ক ব্যক্তির অশালীন আচরণ পুরো অনুষ্ঠানের পরিবেশকে অস্বস্তিকর করে তোলে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মৌনী রায় জানান, মঞ্চে ওঠার আগেই দুই ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। তিনি প্রতিবাদ জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পারফরম্যান্স চলাকালীন সামনের সারি থেকে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গিও করা হয় তার উদ্দেশে।

 

অভিনেত্রীর ভাষ্য, পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে উঠেছিল যে তিনি অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তবে পেশাদারিত্ব বজায় রেখে শেষ পর্যন্ত পারফর্ম করেন। একই সঙ্গে আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টিও তুলে ধরেন তিনি।

 

ঘটনার প্রতিক্রিয়ায় মৌনী রায় বলেন, একজন প্রতিষ্ঠিত শিল্পী হয়েও যদি এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, তবে সাধারণ নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তার এই বক্তব্য নারী নিরাপত্তা ও শিল্পীদের সম্মান নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এই বিভাগের আরো খবর