রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৯

সিলেট লকডাউনে চতুর্থ দিনের হালচাল মানুষের আনোগোনা

সিলেট জেলা প্রতিনিধি:

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

সিলেট চতুর্থ দিনে নগরীর রাস্তাঘাট শুরু করেছে মানুষের আনোগোনা।গত ৩ দিনের তুলনায় আজ শহরের মানুষের  উপস্থিতি চোখে পড়ার মতো।

বেলা বাড়ার সাথে সাথে নগরীর অলিগলিতে বাড়েত শুরু করে রিকশা, অটোরিকশা (সিএনজি), প্রাইভেটকার, মোটরসাইকলে, বাইসা্ইকেলসহ পণ্যবাহী ট্রাক। একই সাথে দোকানপাঠের সাটার খোলাও দেখা যায়। 

শনিবার দুপুরে নগরীর মিরের ময়দান, রিকাবীবাজার, মেডিক্যাল রোড, সুবিধবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, তালতলা, দেখা যায় স্বাভাবিক দিনের তুলনায় মানুষ কিছুটা কম। ফুটপাতে ভাসমান ব্যবসায়ীরা বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে বসলেও টহলরত পুলিশ তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন। জিন্দাবাজারের ভবনের সামনের গলিতে দেখা যায় বেশ কয়েকটি দোকানের সাটার অর্ধেক নামানো।সেগুলোর সামেন টুল নিয়ে বসে আছেন বিক্রেতারা। তাদের মধ্যে অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক নেই।

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট । সেগুলোতে অভিযানও চালিয়ে যাচ্ছে পুলিশ। সরকারের নির্দেশনা না মেনে যারা বের হয়েছে তাদেরকে পুলিশ কোনভাবেই ছাড় দিচ্ছে না। এমনকি তাদেরকে সর্তক করেও দিতে দেখা যায়।

এদিকে লকডাউনের ফলে নিম্নশ্রেণী ও মধ্যবিত্তদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বিভিন্ন স্বেচ্ছাস্ববী সংগঠন ইফতারি ও অন্যান্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু সিলেটে লকডাউনের প্রথম দিন থেকে সকাল-দুপুর মানুষের উপস্থিতি কম হলেও বিকালের দিকে নগরী ও জেলার বিভিন্ন বাজারে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করার মতো। 

চলমান লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে বাহির হওয়ার কারণে তাদেরকে পুলিশের জেরার মুখে পড়তে হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর দিতে না পারায় পুলিশ তাদেরকে বাড়িতে ফেরত পাঠায়। এছাড়া নির্দেশনা না মানায় সিএনজি অটোরিকশা ও রিকশা থেকে যাত্রীদেরকে নামিয়ে দেয় পুলিশ।

এই বিভাগের আরো খবর