মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

সিপিএলে আবারও চ্যাম্পিয়ন নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫  

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও শিরোপা উঁচিয়ে ধরল ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে পঞ্চম শিরোপা জয় করল তারা।

সোমবার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে গায়ানা। কিন্তু শুরুতেই আন্দ্রে রাসেলের আঘাতে কুয়েন্টিন স্যাম্পসন আউট হয়ে গেলে ধাক্কা খায় দলটি। বেন ম্যাকডারমট ১৭ বলে ২৮ রান করলেও দ্রুত বিদায় নেন। এরপর শাই হোপ, মইন আলি ও শিমরন হেটমায়ারও ব্যর্থ 


হলে ১২ ওভারে ৬৫ রানে ৫ উইকেট হারায় গায়ানা।


ইফতিখার আহমেদ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৪৩ রানের জুটিতে কিছুটা লড়াইয়ে ফেরে তারা। রোমারিও শেফার্ডের ১৩ রানের অবদান শেষে স্কোরকে ১৩০ রানে নিয়ে যায়। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সৌরভ নেত্রভাল্কার নেন ৩ উইকেট, আকিল হোসেনের ঝুলিতে যায় ২টি।


লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নিয়ন্ত্রণ হারায়নি নাইট রাইডার্স। কলিন মুনরো (২৩), সুনিল নারিন (২২) ও অ্যালেক্স হেলস (২৬) ছোট ছোট ইনিংস খেললেও কাইরন পোলার্ড ঝড় তোলেন ব্যাট হাতে। মাত্র ১২ বলে তিন ছক্কায় ২৩ রান করে দলকে জয়ের 


কাছাকাছি নিয়ে যান তিনি। পুরো টুর্নামেন্টে ১১ ইনিংসে ৩৮৩ রান করে ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত।

শেষদিকে ম্যাচে উত্তেজনা তৈরি হয় ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে। তবে আকিল হোসেন শেষ ওভারে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। তাহির নেন সর্বোচ্চ ৩ উইকেট।

এই জয়ে পঞ্চমবারের মতো সিপিএল চ্যাম্পিয়ন হলো ত্রিনবাগো নাইট রাইডার্স। বিপরীতে গায়ানার দুর্ভাগ্য অব্যাহত থাকল, ১৩ আসরে ৮ ফাইনালের মধ্যে এটি সপ্তম হার তাদের।

এই বিভাগের আরো খবর