মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮

সরকারি তিতুমীর কলেজে আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

সাদিকুল ইসলাম সাদিক, তিতুমীর কলেজ প্রতিনিধি 

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫  

​সরকারি তিতুমীর কলেজ ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ, ৩ নভেম্বর (সোমবার) দুপুর ১২টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং মার্কেটিং বিভাগের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

 

​"খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল" এই স্লোগান সামনে রেখে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করেন। ২২টি বিভাগের প্রায় ৬০০-এর অধিক খেলোয়াড় নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়।

 

আজ ​দীর্ঘ ৯০ মিনিটের এই খেলায় ২-১ ব্যবধানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ জয়লাভ করে। ​ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মার্কেটিং বিভাগের মো. রিয়াদ। ​ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মোবিন।

 

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "খেলাধুলা আমাদের জীবনের একটি অংশ। তরুণ সমাজকে খেলাধুলার দিকে অগ্রসর করা আমাদের উচিত। খেলাধুলা যেমন আমাদের শারীরিকভাবে সুন্দর রাখে, তেমনি আবার মানসিকভাবেও শক্তিশালী করে তোলে। তোমরা যারা এই সুন্দর একটি আয়োজন করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ।" 

 

এই বিভাগের আরো খবর