রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫  

এশিয়া কাপের সুপার ফোর পর্বে শুভসূচনা করতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।

গ্রুপপর্বে ২ জয় ও ১ হার নিয়েও বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল অন্য ম্যাচের ফলাফলের জন্য। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের সুবাদে সুপার ফোরে জায়গা পায় টাইগাররা। ভাগ্যের সহায়তা কাজে লাগিয়ে এবারে জয় দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করতে চায় বাংলাদেশ।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান ও পেসার শরিফুল ইসলাম।

গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজে জয় পেলেও এশিয়া কাপে গ্রুপপর্বে লঙ্কানদের কাছে হেরেছিল টাইগাররা। তাই সুপার ফোরে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে লিটন দাসের দল।

শ্রীলঙ্কা স্বল্প সময়ের মধ্যে কঠিন সূচির মুখোমুখি হয়েছে। ৪৮ ঘণ্টার ব্যবধানে দু’টি ম্যাচ খেলার পর এবার আবুধাবি থেকে দুবাইয়ে এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে তারা। অন্যদিকে, বাংলাদেশ চার দিনের বিশ্রাম পেয়েছে, যা টাইগারদের বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এই বিভাগের আরো খবর