শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩১

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম রাজু শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪  

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) জনাব মনিরুল হাসান মহোদয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার 

নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।  

তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক

সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।

 

এছাড়াও সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যগণে সহিত বিস্তর আলোচনা করা হয়।

 

এরআগে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়কে জেলা প্রশাসনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) জনাব মনিরুল হাসান মহোদয়। এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর